তারিখ: ২৭.০৫.২০২৫ খ্রি.
প্রেস বিজ্ঞপ্তি
সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জাতীয় স্থায়ী কমিটির সভা দলের চেয়ারম্যান জনাব এ কে এম আনোয়ারুল ইসলাম চান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, গণহত্যার বিচার এবং নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখযোগ্য আসনে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই লক্ষ্যে দলের নির্বাচন পরিচালনার জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ট্রেজারার জনাব মো: রিয়াদ হোসাইন রায়হান, স্থায়ী কমিটির সদস্য জনাব আবু নাছের নূরনবী জনি এবং স্থায়ী কমিটির সদস্য জনাব তাসবির লস্করকে নিয়ে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির দলীয় প্রার্থী হিসেবে প্রথম ধাপে ২ টি আসনে যথাক্রমে জাতীয় সংসদের ১৫৪, ময়মনসিংহ-৯ (নান্দাইল)আসনে দলের চেয়ারম্যান জনাব এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় সংসদের ১১৭, ভোলা-৩ (লালমোহন-তজুমন্দিন)আসনে দলের জেনারেল সেক্রেটারি জনাব মুহা. নিজামুল হক নাঈমকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেয়া হয়।
সভায় আরো সিদ্ধান্ত হয় যে, সমমনা অন্যান্য রাজনৈতিক দল সমূহের সাথে জোট বা ঐক্য গঠনের লক্ষ্যে নির্বাচনে আমাদের প্রার্থীদের সমর্থনের উদ্যোগ গ্রহণ করা হবে।
বার্তাপ্রেরক
রিয়াদ হোসাইন রায়হান
প্রচার ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি