সংস্কার কমিশনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রস্তাবনা জমা

বিডিপি ডেস্ক 17/06/2025, TUESDAY, 0:29:32

** ৫৮ প্রস্তাবে সম্মতি, দ্বিমত ৭ প্রস্তাবে

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব সম্পর্কিত নিজেদের মতামত জমা দিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) শেরেবাংলা নগরে সংসদ ভবনস্থ জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের প্রস্তাবনা জমা দেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন এবং জেনারেল সেক্রেটারী মুহা. নিজামুল হক নাঈমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মতামত জমা দেওয়ার পর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জানায়, তারা পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশগুলোর ভিত্তিতে নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে। এরমধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহের ৫৮টি সুপারিশে একমত, ৭টিতে একমত নয় এবং ৫টিতে আংশিক একমত জানিয়েছে।

সংবিধান সংস্কার নিয়ে বিডিপির মতামতের মধ্যে রয়েছে-
>> প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ।
>> সংবিধানের মূলনীতি হিসেবে “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি” অন্তর্ভুক্ত করা।
>> দুই কক্ষ বিশিষ্ট আইনসভা: নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ যার মেয়াদ চার বছর করা।
>> উচ্চকক্ষের আসন সংখ্যা ১০০ রাখা। সংসদে নির্বাচিত সদস্যদের আনুপাতিক হারে তা নির্ধারণ করা।
>> ৩০০ আসনের সরাসরি নির্বাচন এবং ১০০ জন নারী প্রতিনিধি আইনসভার নির্বাচিত সদস্যের সংখ্যাভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে রাজনৈতিক দলসমূহ দ্বারা মনোনীত করা।
>> ১০% আসনে তরুণ-তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া।
>> আইনভার মেয়াদ ৪ বছর করা।
>> অন্তর্বর্তী সরকারের অধীনে আইনসভার নির্বাচন করা যার মেয়াদ হবে ৯০ দিন।

একমত হওয়া বিষয়গুলো অধ্যাদেশের মাধ্যমে এবং একমত নই ও আংশিক একমত বিষয়গুলো গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করা হয় দলটির পক্ষ থেকে।

সর্বশেষ

ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে থাকার বার্তা বিডিপি চেয়ারম্যানের গাজায় গণহত্যার প্রতিবাদে বিডিপির বিক্ষোভ মিছিল শোক সংবাদ: ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান ভুঁইয়ার ইন্তিকাল সংস্কার কমিশনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রস্তাবনা জমা আগে কোন নির্বাচন: স্থানীয় নাকি জাতীয়- শীর্ষক আলোচনায় বিডিপি সেক্রেটারি নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল চায় বিডিপি মহান মে দিবস উপলক্ষে বিডিপি চেয়ারম্যানের বার্তা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ময়মনসিংহ-৯ ও ভোলা-৩ আসনে বিডিপির প্রার্থী ঘোষণা ‘প্রজাতন্ত্র নয় গণরাষ্ট্র বানাতে বিজয় দিবসের চেতনাকে কাজে লাগাতে হবে’
Loading...